প্রশ্ন
মুরতাদ ও কাফেরের মাঝে পার্থক্য কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুরতাদ কাফেরেরই একটি প্রকার। মুরতাদ এবং সাধারণ কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে, কাফের বলা হয় যে এখনো ঈমান গ্রহণ করেনি। আর মুরতাদ বলা হয় যে একবার ঈমান গ্রহণ করার পর পুনরায় কুফুরিতে প্রবেশ করেছে।
মোটকথা সব মুরতাদই কাফের। তবে সব কাফেরই মুরতাদ নয়।
এছাড়াও মুরতাদ ও কাফেরের মাঝে আর কিছু পার্থক্য আছে। যেমন,
কোনো কাফের ইসলামী রাষ্ট্রে থাকার জন্য আবেদন করলে কিংবা নিরাপত্তা চাইলে তাকে নিরাপত্তা দেওয়া যেতে পারে। কিন্তু মুরতাদকে কোনোভাবে নিরাপত্তা দেওয়া যাবে না।
কাফেরকে তার কুফুরির কারণে স্বাভাবিক অবস্থায় হত্যা করা হয় না। কিন্তু মুরতাদ যদি তাওবা না করে তাহলে তাকে হত্যা করে ফেলা হবে।
হাদিস শরিফে এসেছে-
عن عبد الله قال : قال رسول الله صلى الله عليه وسلم : لا يحل دم امرء مسلم يشهد أن لا إله إلا الله، وأني رسولالله، إلا بإحدى ثلاث : النفس بالنفس، والثيب الزاني، والمفارق لدينه، التارك للجماع.
‘আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে কারীম (সা.) ইরশাদ করেছেন, যে মুসলমান সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি আল্লাহর রাসূল, তিন কারণের কোনো একটি ব্যতীত তার রক্ত প্রবাহিত করা হালাল নয় : অন্যায়ভাবে কাউকে হত্যা করা, বিবাহিত ব্যক্তি যেনা করা, ইসলাম ত্যাগ করে উম্মত থেকে বিচ্ছিন্ন হওয়া।’ [সহিহ বুখারি,হাদিস: ৬৮৭৮]
আততাশরীয়ুল জিনাইয়্যুল ইসলামী ২/৭০৭-৭৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم