প্রশ্ন
আমার মাথায় অনেক উকুন। জানতে চাই, ইহরাম অবস্থায় উকুন মারলে কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইহরাম অবস্থায় উকুন মারা জায়েয নেই। আপনার যদি উকুনের বেশি সমস্যা থাকে তাহলে ইহরাম গ্রহণের পূর্বে উকুনের কোনো অষুধ ব্যবহার করতে পারেন।
এরপরও যদি মাথা থেকে উকুন বের করা হয় তাহলে তা না মেরে জমিনে রেখে দিবে।
ইকরামা (রহ.) কে জিজ্ঞাসা করা হলো, ইহরাম গ্রহণকারী তার কাপড়ে উকুন দেখতে পেলে কী করবে? তিনি বললেন, ‘আলতোভাবে ধরে জমিনে রেখে দিবে, মেরে ফেলবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ১৩২৯৭]
আদ্দুররুল মুখতার ২/৪৮৬-৪৯০; ফাতাওয়া হিন্দিয়া ১/২২৪; মানাসিক ১১৭-১২০; গুনইয়াতুন নাসিক ৮৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم