প্রশ্ন
কোনো ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করলে কি তার বিশেষ কোনো মর্যাদা রয়েছে? সমাজে প্রচলিত আছে, যে ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করবে সে কোনো হিসাব-নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি কতটুকু সঠিক ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দুনিয়ার জীবনে যে ব্যক্তি গুনাহ বা অপরাধ করবে,আখেরাতে সে অবশ্যই শাস্তি ভোগ করবে। আল্লাহ যদি মাফ করে দেন তাহলে ভিন্ন কথা। আর যে ব্যক্তি ভাল কাজ করবে সে অবশ্যই উত্তম প্রতিদান লাভ করবে।রমজান মাসে মারা যাওয়ায় গুনাহগারের শাস্তি কিংবা মুত্তাকির প্রতিদানে কোনো কম-বেশি হবে না। কারণ সওয়াব বা ফযিলত কিংবা আযাব বা শাস্তি নির্ভর করে বান্দার আমলের ওপর, কোনো নির্দিষ্ট মাসে মারা যাওয়ার উপর নয়।
তবে যদি কেউ রোজা রাখা অবস্থায় মারা যায়, সেটা রমজানে হোক বা অন্য যে কোনো মাসে, তাহলে তার ব্যাপারে কল্যাণের আশাকরা যায়।
একটি হাদিসে এসেছে, রাসূল (সা.)বলেন:
ومن صام يوما ابتغاء وجه الله ختم له بها دخل الجنة
অর্থ: ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখল,এ অবস্থাতে তার মৃত্যু ঘটল সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।’ [মুসনাদে আহমাদ, তাহকীক, শুয়াইব আরনাউত ৫/৩৯১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم