প্রশ্ন
সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আজিম- এর বিশেষ কোনো ফজিলতের কথা কুরআন হাদিসের কোথাও বলা হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আজিম- পাঠ করা অনেক ফজিলতের কথা হাদিস শরিফে এসেছে। নিম্নে তা উল্লেখ করা হল। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمٰنِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ
‘দু’টি কলেমা যা জবানে অতি হালকা, মীযানে ভারী, আর রহমানের নিকট খুব পছন্দনীয়; তা হচ্ছে ‘সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি, সুবহানাল্লাহিল আজিম’।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৬৮২]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
‘যে লোক প্রতিদিন একশতবার সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৪০৫]
অপর এক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
مَنْ قَالَ حِيْنَ يُصْبِحُ وَحينَ يُمْسِي: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، مِئَةَ مَرَّةٍ، لَمْ يَأَتِ أَحَدٌ يَوْمَ القِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلاَّ أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ
‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় ‘সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি’ একশবার পাঠ করবে, কিয়ামতের দিনে ওর চাইতে উত্তম আমল কেউ আনতে পারবে না। কিন্তু যদি কেউ তার সমান বা তার থেকে বেশি সংখ্যায় ঐ তাসবীহ পাঠ করে থাকে (তাহলে ভিন্ন কথা)।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৬৯১]
সুতরাং আমাদের সকলের বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আজিম পাঠ করা উচিৎ।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم