প্রশ্ন
বাংলাদেশে আনঅফিসিয়াল নামে কিছু মোবাইল সেট পাওয়া যায়। এগুলো সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হয়ে থাকে। যে কারণে অফিসিয়াল সেটের তুলনায় এগুলোর দাম প্রায় ৩/৪ হাজার টাকা কম থাকে। আমার প্রশ্ন হল, এই আনঅফিসিয়াল সেটগুলো ক্রয় করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে যে সকল মোবাইল আমদানি করা হয় সেগুলো ক্রয় করা নাজায়েয হবে না।
তবে সরকারের দৃষ্টিতে এ সকল মোবাইল সেট ব্যবহার করা যেহেতু দেশ ও রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ তাই এ ধরনের সেট ব্যবহার না করার মাঝেই সতর্কতা রয়েছে। কারণ, কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ
‘নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না।’ [সূরা বাকারা, আয়াত: ১৯৫]
তাকমিলাতু ফাতহুল মুলহিম ৩/৩২৩-৩২৪; রদ্দুল মুহতার ৬/৩৯৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم