প্রশ্ন
এক মাস পূর্বে রাশেদ আহমদের সাথে তিন লক্ষ টাকা দেনমোহরে আমার চাচাতো বোনের বিবাহ হয়। বিবাহের পর কনেকে তুলে নেয়ার সময় গাড়ি এক্সিডেন্টে রাশেদ সাহেব মারা যায়। জানতে চাই আমার চাচাতো বোন কি তার স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে মোহরের হকদার হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আপনার চাচাতো বোন তার স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে পূর্ণ মোহর এবং মিরাছের হকদার হবে।
আতা রহ. বলেন
عطاء يقول سمعت بن عباس يسئل عن المرأة يموت زوجها وقد فرض لها صداقا قال لها صداقها ولها الميراث
‘ইবনে আব্বাস (রা.)কে জিজ্ঞাসা করা হয়েছিল, স্বামী মহর নির্ধারণ করার পর যদি মারা যায় তাহলে তার বিধান কী হবে? তিনি উত্তর দিয়েছিলেন: স্ত্রী মহর ও মীরাস লাভ করবে।’ [মুসান্নাফে আব্দুর রাজ্জাক ১০৮৯৭]
স্বামীর অন্যান্য ওয়ারিশগণের কর্তব্য হলো মিরাছ বণ্টনের পূর্বে স্ত্রীর মোহরের টাকা পরিশোধ করে দেয়া।
বাদায়েউস সানায়ে ২/৫২৪, আদ্দুররুল মুখতার ৪/২৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم