প্রশ্ন
চেয়ার-টেবিলে খাবার খেলে কোন সমস্যা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) এবং সাহাবায়ে কেরাম চেয়ার-টেবিলে খাবার খেতেন না। তাছাড়া হাদিস শরিফে উল্লেখ রয়েছে, রাসূল (সা.) খাবার খাওয়ার সময় এমনভাবে ঝুঁকে খেতেন, যেন তিনি আল্লাহর নিয়ামাতের মুখাপেক্ষী। কিন্তু চেয়ার-টেবিলে তো সেভাবে বসা সম্ভব নয়। আর অন্যান্য ক্ষেত্রের মত এ ক্ষেত্রেও রাসূল (সা.)-কে অনুসরণ করা একজন মুসলিম হিসেবে সকলের কর্তব্য।
তাই চেয়ার-টেবিলে বসে খাবার না খাওয়া উচিৎ। তবে কারও যদি কোন সমস্যা থাকে তাহলে চেয়ার-টেবিলে খেতে কোন সমস্যা নেই। কিন্তু সব সময় চেয়ার-টেবিলে বসে খাওয়ার অভ্যাস না করা চাই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم