প্রশ্ন
আমি শুনেছি, কয়েক জন বাদশাহ সারা পৃথিবী রাজত্ব করেছেন। এদের সংখ্যা কত জন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চার জন বাদশাহ পুরো পৃথিবী রাজত্ব করেছেন।
ইবনু কাসীর (রহ.) উল্লেখ করেন-
وملك الدنيا مشارقها ومغاربها أربعة: مؤمنان وكافران فالمؤمنان: سليمان بن داود وذو القرنين. والكافران: نمرود وبختنصر
বিশিষ্ট তাবেয়ি মুজাহিদ (রহ.) বলেন-
পুরো পৃথিবীর রাজত্ব করেছেন চার জন। দুই জন মুমিন । দুই জন কাফের। মুমিন দুই জন হল সুলাইমান (আ.) ও যুলকারনাইন (আ.)। আর কাফের দুই জন হল নমরুদ ও বুখতেনসর।
তাফসীরে ইবনে কাসীর ১/৩১৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم