প্রশ্ন
আমাদের এলাকার এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে বলে: ইনশাআল্লাহ তুই তালাক। এ কথা অন্যরা শুনে তাকে তার স্ত্রী ছেড়ে দিতে বলছে। কিন্তু সে বলে যে, আমি জানি, ইনশাআল্লাহ বলে তালাক দিলে তালাক হয় না। তাই আমার স্ত্রী তালাক হয়নি। এখন প্রশ্ন হলো, তার কথা কি সঠিক? এই ব্যক্তির স্ত্রী কি তালাক হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইনশাআল্লাহ বলে তালাক দিলে তালাক হয় না। কারণ ইনশাআল্লাহ মানে হলো, আল্লাহ যদি চান। আর আল্লাহর ইচ্ছা সম্পর্কে কেউ অবগত নয়। তাই তালাক হবে না।
হাদিস শরিফে এসেছে,
عن إبراهيم قال: إذا حلف الرجل، فقال: إن لم يفعل كذا وكذا فامرأته طالق إن شاء الله فحنث، لم تطلق امرأته
‘ইবরাহীম নাখায়ী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি যদি কসম করে যে, সে অমুক কাজ না করলে ইনশাআল্লাহ তার স্ত্রী তালাক। এরপর সে যদি কসম ভঙ্গ করে তাহলে তার স্ত্রী তালাক হবে না।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ১১৩২৭]
উল্লেখ্য, তালাকের বিষয় নিয়ে খেল-তামাশা করা উচিৎ নয়। ছোটখাটো বিষয়ের কারণে যেভাবেই হোক তালাকের শব্দ উচ্চারণ করা কোনোক্রমেই উচিৎ নয়। এক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করা জরুরি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم