প্রশ্ন
কাদিয়ানি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ও তাদের কিছু আকিদা সম্পর্কে জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাদিয়ানি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নাম মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি। সে পূর্ব পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করে। কাদিয়ান গ্রামের অধিবাসী হওয়ায় তাকে কাদিয়ানি বলা হয়। সেই সূত্রে তার অনুসারীদের কাদিয়ানি সম্প্রদায় বলা হয়। তাদের আকিদাগুলো কুফরি হওয়ায় তারা কাফের। তাদের প্রধান কিছু আকিদা হলো,
১। রাসূল (সা.) সর্ব শেষ নবী নন। তাঁরপরও আরো নবী আসতে পারে।
২। গোলাম আহমাদ নবী। তার কাছে ওহী আসতো। তার উপর ২০
পারার মত কুরআন নাজিল হয়েছে।
৩। সে আল্লাহর পুত্র।
৪। সে সকল নবী-রাসূল এমনকি রাসূল (সা.) থেকেও শ্রেষ্ঠ।
এছাড়াও তাদের আরো কিছু আকিদা রয়েছে, যেগুলো সুস্পষ্ট কুরআন-হাদিস বিরোধী।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন,
مَا کَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنۡ رِّجَالِکُمۡ وَ لٰکِنۡ رَّسُوۡلَ اللّٰہِ وَ خَاتَمَ النَّبِیّٖنَ ؕ وَ کَانَ اللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمًا
‘মুহাম্মাদ তোমাদের কোন পুরুষের পিতা নয়; তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ।’ [সূরা আহযাব, আয়াত: ৪০]
অন্য আয়াতে এসেছে,
لَمۡ یَلِدۡ ۬ۙ وَ لَمۡ یُوۡلَدۡ
‘তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।’ [সূরা ইখলাস, আয়াত: ৩]
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِيْ هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّ مَثَلِيْ وَمَثَلَ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِيْ كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ فَجَعَلَ النَّاسُ يَطُوفُوْنَ بِهِ وَيَعْجَبُوْنَ لَهُ وَيَقُوْلُوْنَ هَلَا وُضِعَتْ هَذِهِ اللَّبِنَةُ قَالَ فَأَنَا اللَّبِنَةُ وَأَنَا خَاتِمُ النَّبِيِّينَ
‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) বলেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণের অবস্থা এমন, এক ব্যক্তি যেন একটি গৃহ নির্মাণ করল; তাকে সুশোভিত ও সুসজ্জিত করল, কিন্তু এক পাশে একটি ইটের জায়গা খালি রয়ে গেল। অতঃপর লোকজন এর চারপাশে ঘুরে আশ্চর্য হয়ে বলতে লাগল ঐ শূন্যস্থানের ইটটি লাগানো হলো না কেন? রাসূল (সা.) বলেন, আমিই সে ইট। আর আমিই সর্বশেষ নবী।’[সহিহ বুখারি, হাদিস: ৩৫৩৫]
আরেক হাদিসে এসেছে,
إِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلاَثُونَ كَذَّابُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لاَ نَبِيَّ بَعْدِي
‘আমার উম্মতের মধ্যে খুব শীঘ্রই ত্রিশজন মিথ্যাবাদীর আবির্ভাব হবে। এদের সকলেই দাবি করবে যে সে নবী। অথচ আমিই সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২২১৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم