প্রশ্ন
আশুরার রোযা কি শুধু ১০ মুহাররমই রাখতে হয়? নাকি এর সাথে আগে বা পরে একদিন মিলিয়ে রাখতে হবে? একজন বলল, শুধু ১০ মুহাররম রাখলেও নাকি তা আশুরার রোযা হিসাবে আদায় হয়ে যাবে। তাই জানতে চাচ্ছি, আসলে সঠিক কোনটি? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আশুরার রোযা মূলত ১০ই মুহাররমের রোযা। তবে এই রোযার সাথে আরো একটি রোযা মিলিয়ে রাখার ব্যাপারে হাদিসে গুরুত্বারোপ করা হয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
صُومُوا عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا وَبَعْدَهُ يَوْمًا.
তোমরা আশুরার দিন রোযা রাখ এবং তাতে ইহুদীদের বিরোধিতা কর, আশুরার আগে একদিন বা পরে একদিন রোযা রাখ। (সহিহ ইবনে খুযাইমা, হাদিস: ২০৯৫)
তাই ৯ ও ১০ অথবা ১০ ও ১১ দুইদিন রোযা রাখা উত্তম। অবশ্য কেউ যদি শুধু ১০ মুহাররম রোযা রাখে তবে সেটিও আশুরার রোযা হিসাবেই গণ্য হবে। তবে হাদিসের নির্দেশনার উপর আমল না করার জন্য মাকরূহ তথা অনুত্তম হবে।
-বাদায়েউস সানায়ে ২/২১৮; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪১৮; আলবাহরুর রায়েক ২/২৫৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৫; রদ্দুল মুহতার ২/৩৭৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم