প্রশ্ন
আমার মামার একটি কাপড়ের দোকান আছে। বছর খানেক আগে সেখানে বিনিয়োগের জন্য মামাকে দুই লাখ টাকা দিয়েছিলাম। মামা বলেছিলেন, প্রতি মাসে দুই-আড়াই হাজার টাকা করে দিবে। আর বছর শেষে যখন হিসাব হবে তখন চূড়ান্ত হিসাব করে লভ্যাংশ উভয়ে বণ্টন করে নেব। তবে কোনো অংশ উল্লেখ করা হয়নি। আমি জানতে চাচ্ছি যে, এভাবে চুক্তি করা কি বৈধ হয়েছে? আর আমি যে লাভ গ্রহণ করছি তা গ্রহণ করা জায়েয হচ্ছে কি? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে লভ্যাংশের হার নির্ধারণ করা জরুরি ছিল। এখন আপনাদের কর্তব্য, বিগত দিনের জন্য আপনার বিনিয়োগকৃত টাকার লভ্যাংশ অর্ধার্ধি (অর্থাৎ ৫০% হারে) ভাগ করে নেয়া। আর সামনের জন্য লভ্যাংশের হার আলোচনা করে ঠিক করে নেবেন। সেটা ৫০% করেও হতে পারে অথবা কম-বেশিও হতে পারে। আর বিনিয়োগকারীকে প্রতি মাসে লভ্যাংশ থেকে কিছু কিছু করে দেওয়া অতপর মেয়াদ শেষে হিসাব করে তা সমন্বয় করে নেওয়া জায়েয আছে। এতে অসুবিধা নেই।
-আলমুহীতুল বুরহানী ১৮/১৪০; বাদায়েউস সনায়ে ৫/১১১; শরহুল মাজাল্লাহ ৪/৩৩২; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা : ১৪১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم