প্রশ্ন
মোবাইলে কুরআন পড়তে চাইলে কি ওযু করা আবশ্যক? কুরআন শুধু বাংলায় পড়ছি বোঝার জন্য, খতমেরও উদ্দেশ্য আছে। কিন্তু অর্ধেক পড়ার পর জানতে পারলাম বাংলায় পড়লে খতম হয় না, আরবীতে পড়া আবশ্যক। এটা কতটুকু সত্য?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মোবাইলের স্ক্রীনে দৃশ্যমান কুরআন স্পর্শ করার জন্যও অযু থাকা জরুরী ৷
আরবী পাঠ ছাড়া শুধুমাত্র কুরআনের অনুবাদ পড়লে কুরআন পাঠের সওয়াব পাওয়া যাবে না। -ফাতওয়ায়ে শামী ১/৪৮৬; ফাতওয়ায়ে মাহমুদিয়া ৭/২১৪
হাদিসে বর্ণিত আছে,
عبد الله بن مسعود يقول : قال رسول الله صلى الله عليه و سلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول آلم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেছেন-যে ব্যক্তি আল্লাহর কুরআনের একটি হরফ তিলাওয়াত করবে, সে বিনিময়ে একটি নেকি পাবে। আর তা দশ গুণে বাড়িয়ে দেওয়া হবে। নবীজী ( সা.) বললেন- আমি বলিনি ‘আলিফ, লাম, মিম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, আর মীম একটি হরফ। (সুনানে তিরমিযী, হাদিস: ২৯১০; শুয়াবুল ঈমান, হাদিস: ১৯৮৩; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৩০৫৫২)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم