প্রশ্ন
আমার এক আত্মীয় ৫ মাসের কথা বলে আমার থেকে এক লাখ টাকা ধার নিয়েছিলেন। ঋণের মেয়াদ শেষ হয়ে গেছে এক বছর আগে। কিন্তু এখনো তিনি তা পরিশোধ করেননি। কিছুদিন আগে আমার বড় ভাইয়ের পরামর্শে আমি তার সাথে চুক্তি করি যে, আপনার কাছে আমার যে এক লাখ টাকা আছে তা আপনি ব্যবসায় খাটান। এর থেকে যা লাভ আসবে তার অর্ধেক আপনি নিবেন আর অর্ধেক আমাকে দেবেন। আমাদের উক্ত চুক্তি কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ঋণ গ্রহীতার কাছ থেকে টাকা পাওয়ার পূর্বে সে টাকা ঋণগ্রহীতার কাছে বিনিয়োগ করা জায়েয নয়। তাই আপনার প্রশ্নোক্ত চুক্তি সহিহ হয়নি। লোকটি যদি আপনার টাকা আদায় করে দেয় তবে এরপরে আপনি তার সাথে অথবা অন্য যে কারো সাথে শরীয়তসম্মত পন্থায় ব্যবসার চুক্তি করতে পারবেন।
-কিতাবুল আছল ৪/১৩০; ফাতহুল কাদীর ৭/৪১৭; বাদায়েউস সানায়ে ৫/১১৪; তাবয়ীনুল হাকায়েক ৫/৫১৮; ফাতাওয়া হিন্দিয়া ৪/২৮৬; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৩৯৩; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা ১৪০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم