প্রশ্ন
আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার মাঝে মাঝেই অফিস থেকে বের হতে দেরি হয়ে যায়। তখন আমি বাসায় এসে নামায আদায় করি। এখন আমি জানতে চাচ্ছি, আমি বাসায় নামায আদায় করার সময় কি ফরযের পূর্বে ইকামত বলব নাকি ইকামত ছাড়াই নামায শুরু করব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
একাকী নামায পড়লেও ফরয নামাযের পূর্বে ইকামত বলা উত্তম। আতা (রাহ.) বলেন-
فِي الرّجُلِ يُصَلِّي فِي بَيْتِهِ عَلَى غَيْرِ إِقَامَةٍ، قَالَ : إِنْ أَقَامَ فَهُوَ أَفضل، وَإِنْ لَمْ يَفْعَلْ أَجْزَأَهُ.
অর্থাৎ ঘরে একাকী নামায আদায়কারীর জন্য ইকামত বলা উত্তম। অবশ্য যদি তা না করে তবে নামায আদায় হয়ে যাবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২৩০১)
সুতরাং একাকী ফরয নামায আদায়ের সময়ও ইকামত বলে নেবেন।
-কিতাবুল আছল ১/১১১; বাদায়েউস সানায়ে ১/৩৭৭; আলমাবসূত, সারাখসী ১/১৩৩; আলবাহরু রায়েক ১/২৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم