প্রশ্ন
জনৈক ব্যক্তি বলল, সফরে কোনো সুন্নতই নেই। জানতে চাচ্ছি, সফর অবস্থায় কি একেবারেই সুন্নত পড়া যাবে না?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সফর অবস্থায় সুন্নতে মুয়াক্কাদার বিষয়টি শিথিল। রাসূল (সা.) থেকে দুই ধরণের আমলই পাওয়া যায়। এ কারণে উলামায়ে কেরাম বলেন, সুযোগ-সুবিধা থাকলে বা নিশ্চিন্তে কোথাও অবস্থানকালীন সুন্নতে মুআক্কাদা আদায় করা উচিত। হাদিস শরিফে এসেছে,
عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الحَضَرِ وَالسَّفَرِ، فَصَلَّيْتُ مَعَهُ فِي الحَضَرِ الظُّهْرَ أَرْبَعًا وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَصَلَّيْتُ مَعَهُ فِي السَّفَرِ الظُّهْرَ رَكْعَتَيْنِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَالعَصْرَ رَكْعَتَيْنِ وَلَمْ يُصَلِّ بَعْدَهَا شَيْئًا، وَالمَغْرِبَ فِي الحَضَرِ وَالسَّفَرِ سَوَاءً، ثَلَاثَ رَكَعَاتٍ، لَا يُنْقِصُ فِي حَضَرٍ وَلَا سَفَرٍ، وَهِيَ وِتْرُ النَّهَارِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ
‘ইবনে উমর (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নিজ এলাকায় থাকার সময় এবং সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায আদায় করেছি। বাড়িতে থাকার সময় তার সাথে যুহরের (ফরয) নামায চার রাকাআত আদায় করেছি। অতঃপর দুই রাকাআত (সুন্নাত) আদায় করেছি। সফরে তার সাথে যুহরের (ফরয) নামায দুই রাকাআত আদায় করেছি। অতঃপর দুই রাকাআত (সুন্নাত) নামায আদায় করেছি। আসরের (ফরয) নামায দুই রাক’আত আদায় করেছি। তারপর তিনি আর কোন নামায আদায় করেননি। মাগরিবের (ফরয) নামায সফরে ও বাসস্থানে সমানভাবে তিন রাক’আত আদায় করেছি। এটা সফরে ও বাসস্থানে কম হয় না। আর এটাই হল দিনের বিতরের (বেজোর) নামায। তারপর দুই রাকাআত (সুন্নাত) আদায় করেছি।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৫৫২]
কাজেই উক্ত ব্যক্তির কথা সঠিক নয়।
তবে চলতি পথে গাড়ি ছেড়ে দেয়ার আশঙ্কা থাকলে কিংবা অন্য কোনো কারণে তাড়াহুড়া থাকলে সুন্নত পড়তে হবে না। না পড়লে গুনাহও হবে না।
বাদায়েউস সানায়ে ১/২৬০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم