প্রশ্ন
আমার বাবা মারা যাওয়া সময় দেড় লাখ টাকা মিরাছ রেখে যান। মাকে এই টাকাগুলো বণ্টনের কথা বললে তিনি বলেন, তোমার পিতা মৃত্যুর পূর্বে আমাকে বলেছিলেন, ‘এই টাকাগুলো আমার সন্তানদের জন্য ব্যয় করবে’। অথচ আমার আব্বুর ওয়ারিশদের মধ্যে আমার দাদা-দাদুও রয়েছেন। আমার বাবার এভাবে বলে যাওয় কি ঠিক আছে? এই টাকা দাদা-দাদুকে না দিয়ে আমরা ভাই-বোনেরা মিলে বণ্টন করে নেই তাহলে কি তা আমাদের জন্য জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার বাবার উক্ত দেড় লাখ টাকা সন্তানদের জন্য ব্যয় করার কথাটি একটি ওসিয়ত ছিল। আর ওয়ারিশদের জন্য ওসিয়ত কার্যকর হয় না; যদি না অন্য ওয়ারিশরা তাতে স্বতঃস্ফূর্ত সমর্থন দেন। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বাবার মৃত্যুর পর ঐ টাকা মিরাসের সম্পদ হয়ে গেছে। তার মালিক এখন আপনার পিতার সকল ওয়ারিশ।
সুতরাং ঐ টাকাগুলো আপনার দাদা, দাদি, মা, ভাই-বোনসহ সকল ওয়ারিশদের মধ্যে যার যার নির্ধারিত অংশ অনুযায়ী বণ্টন করে দিতে হবে। অবশ্য যদি আপনার দাদা-দাদি এবং আপনার মা এ সম্পদ গ্রহণ না করে আপনার পিতার কথা অনুযায়ী আপনাদেরকেই দিয়ে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা তা গ্রহণ করতে পারবেন।
আদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন-
لا تجوز الوصية لوارث، إلا أن يشاء الورثة.
অর্থ্যাৎ ওয়ারিশদের জন্য ওসিয়ত কার্যকর নয়। তবে অন্যান্য ওয়ারিশরা যদি অনুমতি দেয় তবে তা বৈধ হবে। (সুনানে দারাকুতনী ৪/৯৭)
-বাদায়েউস সানায়ে ৬/৪৩৪; কিতাবুল আছল ৫/৪৪৪; আদ্দুররুল মুখতার ৬/৬৫৫; আলবাহরুর রায়েক ৮/৪০৩; তাবয়ীনুল হাকায়েক ৭/৩৭৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم