প্রশ্ন
আমার স্বামী মারা যাওয়ার ২৫ দিন হলো । স্বামীর মৃত্যুর পর থেকেই আমি যথানিয়মে ইদ্দত পালন করা শুরু করেছি। আমাদের এলাকায় মসজিদ সংলগ্ন এক বাড়িতে একটি মাসতুরাতের জামাত এসেছে। আমাদের বাড়ি থেকে তার দূরত্ব ৯/১০ মিনিট হাঁটার পথ।
তো এখন আমি জানতে চাচ্ছি, আমি কি ইদ্দত পালন অবস্থায় দিনে সেখানে তালীম শোনার জন্য যেতে পারব? প্রতিবেশী মহিলারা সবাই সেখানে তালীম শুনতে যায়। আমাকেও তারা যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। এখন আমি কী করব? এক্ষেত্রে শরীয়তের বিধান কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ইদ্দত পালনকালে বিধবার জন্য নিজ বাড়িতে অবস্থান করা আবশ্যক। শরীয়তসম্মত ওযর ছাড়া এসময় বাইরে বের হওয়া জায়েয নয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে তালীম শোনার জন্য বের হওয়া যাবে না।
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
لَا تَخْرُجُ الْمُتَوَفى عَنْهَا فِيْ عِدَّتِهَا مِنْ بَيْتِ زَوْجِهَا.
বিধবা ইদ্দত চলাকালীন স্বামীর ঘর থেকে বের হবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১২০৬২)
এ সময় আপনি নিজ গৃহে থেকে কুরআন তিলাওয়াত, যিকির-আযকার এবং দ্বীনী কিতাবাদি পড়বেন।
রদ্দুল মুহতার ৩/৫৩৬; আলবাহরুর রায়েক ৪/১৫৪; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ২/২৩০; আননাহরুল ফায়েক ২/৪৮৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم