প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আর্থিকভাবে অনেক কষ্টে আছি। পদে পদে শুধু টাকার জন্য অপমানিত হচ্ছি। আমাকে এমন কোনো আমল দিন যেটা আমি নিয়মিত করলে আল্লাহ তায়ালা আমাকে খুব তাড়াতাড়ি ধনী বানিয়ে দিবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নিশ্চয় রিজিকের মালিক একমাত্র আল্লাহ তায়ালা। তিনি যাকে ইচ্ছা এবং যাকে কল্যাণকর মনে করেন তাকে সেই পরিমাণে রিজিক দিয়ে থাকেন। মানুষের জন্য করণীয় হচ্ছে হালাল পন্থায় উপার্জন করে রিজিক তালাশ করা। যদি পায় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা আর না পেলে সবর করা। কখনোই অসাধ্য পাওয়ার আশা করা মুনিনের বৈশিষ্ট নয়।
কাজেই আপনি যথা সাধ্য হালাল তরিকায় জীবিকা নির্বাহের ব্যবস্থা করুন। এবং আল্লাহ তায়ালার কাছে বরকত লাভের দোয়া করুন।
এছাড়া কিছু আমল আছে যেগুলোর মাধ্যমে জীবিকায় বরকত হয়। সেই আমলগুলো নিয়মিত করার চেষ্টা করুন।
- মহান আল্লাহ বলেন, ‘আর আমি তো বলেছি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন।’ (সুরা নুহ, আয়াত: ১০-১২)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ “ مَنْ لَزِمَ الاِسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لاَ يَحْتَسِبُ ” .
আব্দুল্লাহ ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলেছেন: যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করবে, আল্লাহ তার প্রতিটি পেরেশানি থেকে মুক্তির পথ এবং প্রতিটি সংকট থেকে উদ্ধার লাভের পথ তৈরী করে দিবেন, এবং তাকে এমন জায়গা থেকে রিযক দান করবেন, যা সে ধারণাও করেনি। (সুনানে ইবনে মাজা, হাদীস: ৩৮১৯)
২. নিয়মিত লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ্ এর আমল করা।
৩. সকাল সন্ধা জিকির করা।
৪. অধিকহারে সুবহানাল্লাহী ওয়া বিহামদিহী পাঠ করা।
৫. কুরআনের তেলাওয়াত করা। বিশেষভাবে মাগরিবের পর সুরা ওয়াকিয়া পাঠ করা।
৬. ফরজ ওয়াজিব, সুন্নত এবং মুস্তাহাবের পাবন্দি করা।
৭. গুনাহ বর্জন করা।
আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم