প্রশ্ন
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামের দৃষ্টিতে গনতন্ত্র একটি হারাম রাষ্ট্র ব্যবস্হা। এই হারাম রাষ্ট্র ব্যবস্হার অধীনে থেকে কি কোনো সরকারি পদে চাকুরী করা জায়েয? এই সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই। জাযাকাল্লাহু খাইরান।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সরকারী চাকুরী জায়েয। তবে যদি এমন কোনো কাজ হয় যা কুরআন হাদীস বিরোধী অথবা এমন কোনো চাকুরী যা করতে গেলে কুরআন-হাদীসকে সঠিকভাবে অনুসরণ করা যায় না তাহলে এমন চাকুরী কখনো বৈধ হবে না। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়েদা ২)
হাদিস শরিফে বর্ণিত আছে রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
فَإِنْ أُمِرَ بِمَعْصِيَةٍ، فَلَا سَمْعَ وَلَا طَاعَةَ
অসৎকাজে আনুগত্য নয় ; আনুগত্য কেবলমাত্র সৎকাজের ক্ষেত্রেই হতে হবে। [সহিহ বুখারি, হাদিস: ৭১৪৫; সহিহ মুসলিম, হাদিস: ১৮৪০]
কিতাবুন নাওয়াজেল ১৭/৫০৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم