প্রশ্ন
আমি সৌদীতে বাস চালাই। হাজ্বিদেরকে নিয়ে প্রতিনিয়ত মক্কা থেকে মদীনা ও মদীনা থেকে মক্কা যাতায়াত করতে হয়। জানতে চাচ্ছি, আমাকে কি প্রতিবার মক্কায় প্রবেশের সময় উমরার ইহরাম করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করা জায়েয নেই। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
لاَ يُجَاوِزُ أَحَدٌ الْوَقْتَ إِلاَّ الْمُحْرِمُ
‘ইহরাম ছাড়া কেউ মীকাত অতিক্রম করবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৫৭০২]
তবে বাস চালক, ব্যবসায়ী বা এমন লোকজন যাদের পেশার তাগিদে ঘন ঘন মক্কায় আসা-যাওয়া করতে হয় তাদের জন্য যেহেতু বারবার ইহরাম করা কষ্টকর তাই তাদের ক্ষেত্রে উমরার ইচ্ছা না থাকলে ইহরাম করার প্রয়োজন নেই।
ফাতাওয়া তাতারখানিয়া ৩/৫৫১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم