প্রশ্ন
জুমআর দিন যদি ঈদ হয় তাহলে কি জুমআর নামায মাফ? জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, জুমআর দিন ঈদ হলে নাকি জুমআ পড়তে হয় না!
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, উক্ত ধারণা সঠিক নয়। বরং জুমআর দিন ঈদ হলেও জুমআর নামায আদায় করতে হয়। সহিহ হাদিস দ্বারাই বিষয়টি প্রমাণিত। হাদিস শরিফে এসেছে, নুমান বিন বাশীর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ، فِي الْعِيدَيْنِ وَفِي الْجُمُعَةِ، بسبح اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ. قَالَ: وَإِذَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ، فِي يَوْمٍ واحد، يقرأ بهما أيضا في الصلاتين
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ ঈদের সালাতে ও জুমুআর সালাতে “সাব্বিহিসমা রব্বিকাল আ’লা-” ও “হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ” সূরাদ্বয় পাঠ করতেন। বর্ণনাকারী বলেন, ঈদ ও জুমআ একই দিন হলেও তিনি উভয় সালাতে ঐ সূরাদ্বয় পাঠ করতেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ৮৭৮]
আরেক সহিহ হাদিসে এসেছে,
قَالَ أَبُو عُبَيْدٍ: ثُمَّ شَهِدْتُ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَكَانَ ذَلِكَ يَوْمَ الْجُمُعَةِ فَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ، ثُمَّ خَطَبَ، فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّ هَذَا يَوْمٌ قَدِ اجْتَمَعَ لَكُمْ فِيهِ عِيدَانِ، فَمَنْ أَحَبَّ أَنْ يَنْتَظِرَ الْجُمُعَةَ مِنْ أَهْلِ الْعَوَالِي فَلْيَنْتَظِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَرْجِعَ فَقَدْ أَذِنْتُ لَهُ
‘আবু উবায়দ বলেন, এরপর আমি উসমান ইবনু আফফান (রা.) এর সময়ও হাযির হয়েছি। সেদিন ছিল জুমআর দিন। তিনি খুতবা দানের আগে সালাত আদায় করলেন। এরপর তিনি খুতবা দিতে গিয়ে দাঁড়িয়ে বললেন, হে লোক সকল! এটি এমন দিন, যে দিন তোমাদের জন্য দু’টি ঈদ একত্র হয়ে গেছে। কাজেই তোমাদের মধ্যে আওয়ালী (মদিনার চার মাইল পূর্বে অবস্থিত একটি গ্রাম) এলাকার যে ব্যক্তি জুমআর সালাতের অপেক্ষা করতে চায়, সে যেন অপেক্ষা করে। আর যে ফিরে যেতে চায়, তার জন্য আমি অনুমতি প্রদান করলাম।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৫৭২]
এই হাদিস থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, জুমআ না পড়ার অনুমতি দেওয়া হয়েছে শুধু ঐ সকল লোকদেরকে যারা মদীনার বাহিরে অবস্থিত গ্রাম থেকে ঈদের নামায পড়তে এসেছিল। আর ফুকাহায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, গ্রামের লোকদের উপর জুমআ আবশ্যক নয়।
কাজেই জুমআর ঈদ হলে জুমআ পড়তে হবে না- এটি একটি ভিত্তিহীন কথা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم