প্রশ্ন
একটি বইয়ে পেলাম, তুমি জানো, তুমি সঠিক, তবুও তর্কে যেও না। এটাকে হাদিস বলা হয়েছে। জানতে চাচ্ছি, এটা কি আসলেই হাদিস?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত বক্তব্যের কাছাকাছি অর্থে একটি হাদিস পাওয়া যায়। হাদিসটি হল, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
أنا زعِيم بِبيتِ في رَبَضِ الجنةِ، لمن تركَ المِراء وإن كان مُحِقَّاً
‘যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের যিম্মাদার।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮০০]
তবে বইয়ের উক্ত বক্তব্যকে সরাসরি হাদিস বলা ঠিক হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم