প্রশ্ন
একটি বইয়ে পেলাম, হাদিসে এসেছে, আল্লাহ তাআলা রাসূল (সা.)-কে লক্ষ্য করে বলেন, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। জানতে চাচ্ছি, এটা কি কোনো সহিহ হাদিসে এসেছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এটি একটি জাল হাদিস। কাজেই তা বর্ণনা করা বৈধ হবে না। কারণ এটা রাসূলের প্রতি মিথ্যাচার। আর হাদিস শরিফে এসেছে,
عَنِ الْمُغِيرَةِ رضي الله عنه قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: «إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
‘মুগীরাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়।’ [সহিহ বুখারি, হাদিস: ১২৯১]
ইমাম সাগানী, আল্লামা পাটনী, মোল্লা আলী কারী, শাইখ আজলূনী, আল্লামা কাউকজী, ইমাম শাওকানী, মুহাদ্দেস আব্দুল্লাহ ইবনে সিদ্দীক আল-গুমারী এবং শাহ আব্দুল আযীয মুহাদ্দেসে দেহলভী রহিমাহুমুল্লাহ প্রমুখ মুহাদ্দেসীনে কেরাম এটিকে জাল বলেছেন।
আল-মাসনূ, পৃ. ১৫০; কাশফুল খাফা ২/১৬৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم