প্রশ্ন
কুরআন তেলাওয়াতকালে কেউ যদি সালামের জবাব দিয়ে দেয় তাহলে পুনরায় আউযুবিল্লাহ পাঠ করে তেলাওয়াত শুরু করতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পাঠ করতে হয়। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
‘যখন কুরআন তেলাওয়াত করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে।’ [সূরা নাহল, আয়াত: ৯৮]
তবে কেউ যদি তেলাওয়াত করা অবস্থায় সালামের জবাব দেয় তাহলে পুনরায় তেলাওয়াত শুরু করতে আউযুবিল্লাহ পাঠ করার প্রয়োজন নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم