প্রশ্ন
সকল হাজী সাহেবের উপর কি কুরবানী করা ওয়াজিব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, সকল হাজী সাহেবের উপর কুরবানী করা ওয়াজিব নয়। কারণ মুসাফিরের উপর কুরবানী ওয়াজিব হয় না। তাই ১০-১২ যিলহজ্ব পর্যন্ত যে সকল হাজী মুসাফির থাকবে তাদের উপর কুরবানী ওয়াজিব হবে না।
ইবরাহীম (রহ.) বলেন, ‘উমর (রা.) হজ্ব করতেন এবং ফিরে যাওয়া পর্যন্ত কোনো কিছু কুরবানী করতেন না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৩৯৪]
অন্য বর্ণনায় আছে যে, ‘উম্মুল মু’মিনীন আয়েশা (রা.) হজ্ব করতেন এবং তাঁর ভাতিজাদের পক্ষ থেকে কুরবানী করতেন না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৩৯৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم