প্রশ্ন
আমার ছেলের বিয়ের জন্য অল্প অল্প করে টাকা জমাচ্ছি। জানতে চাচ্ছি, উক্ত টাকায় যাকাত আসবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ছেলের বিবাহের জন্য জমিয়ে রাখা টাকা যদি নেসাব পরিমাণ হয়ে এবং তার উপর বছর অতিক্রান্ত হয় তাহলে তার উপরও যাকাত অপরিহার্য হবে।
তবে যদি আপনি যাকাতের বছর পূর্ণ হওয়ার পূর্বেই এই টাকা ব্যয় করে ফেলেন তাহলে আর এই টাকার যাকাত দেওয়া লাগবে না।
عن نافع قال : كانت تأتيه الاموال فلا يزكيها حتى يحول عليه الحول
নাফে (রহ.) বলেন, ‘তার নিকট সম্পদ জমা হলে তিনি বছর পূর্ণ হওয়ার পূর্বে তার যাকাত আদায় করতেন না।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৭০৩২]
ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৫৪-১৫৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৭; ফাতাওয়া খানিয়া ১/২৪৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم