প্রশ্ন
আমার স্ত্রী পড়াশোনা করছে। সামনে তার ফাইনাল এক্সাম। ইতিমধ্যে সে গর্ভধারণ করেছে। জানতে চাচ্ছি, তার পড়াশোনা চালিয়ে যাওয়ার সুবিধার্তে গর্ভপাত করানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় গর্ভপাত করা ইসলামে নিষিদ্ধ।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন-
وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ
তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করে ফেল না।’ [সূরা ইসরা, আয়াত: ৩১]
তবে বিশেষ কারও ক্ষেত্রে অভিজ্ঞ পরহেজগার ডাক্তার যদি মা অথবা বাচ্চার স্বাস্থ্যের অবনতির আশঙ্কা করে এবং গর্ভধারণের সময় ১২০ দিন অর্থাৎ চার মাসের কম হয় তাহলে স্বাস্থ্যের ক্ষতি হবে না এমন পদ্ধতিতে গর্ভপাতের অনুমতি রয়েছে।
কিন্তু পড়াশোনা শরয়ি কোনো ওযর না। কাজেই উক্ত কারণে গর্ভপাত করানো বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم