প্রশ্ন
শুনেছি, রাসূল (সা.) যমযমের পানি দাঁড়িয়ে পান করেছেন। আমার প্রশ্ন হল, দাঁড়িয়ে পান করা তো নিষেধ। তাহলে তিনি কেন দাঁড়িয়ে পান করেছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে-
عن بن عباس أن رسول الله صلى الله عليه و سلم شرب من ماء زمزم وهو قائم
ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূল (সা.) যমযমের পানি দাঁড়িয়ে পান করেছেন। [সুনানে নাসায়ি, হাদিস: ২৯৬৪]
মুহাদ্দিস ও ফকীহগণ এর সম্ভাব্য বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন।
১. জায়েয বুঝানোর জন্য।
২. উত্তম বুঝানোর জন্য।
৩. ভিড় থাকার কারণে।
৪. বসার উপযুক্ত জায়গা না পাওয়ায়। ইত্যাদি।
আলমুহীতুল বুরহানী ১/১৭৯, শরহুল মুনইয়াহ ৩৬, শরহুশ শামায়েল ১/২৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم