প্রশ্ন
গরু ছাগলের অণ্ডকোষ খাওয়া শরিয়তের দৃষ্টিতে বৈধ আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গরু ছাগলের অণ্ডকোষ খাওয়া মাকরূহে তাহরিমি। হাদিস শরিফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হাদিস শরিফে এসেছে,
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا: الدَّمَ وَالْمَرَارَ وَالذَّكَرَ وَالْأُنْثَيَيْنِ وَالْحَيَا وَالْغُدَّةَ وَالْمَثَانَةَ
‘রাসূল (সা.) বকরীর সাতটি অঙ্গ খেতে অপছন্দ করতেন। সেগুলো হল, রক্ত, পিত্ত, পুরুষাঙ্গ, অণ্ডকোষদ্বয়, স্ত্রী লিঙ্গ, চামড়ার নিচের উঁচু মাংস ও মূত্রথলি।’ [আস সুনানুল কুবরা, বায়হাকী, হাদিস: ১৯৭০০]
সুতরাং গরু ছাগলের অণ্ডকোষ খাওয়া কোনোক্রমেই বৈধ হবে না।
মাওসুআতুল ফিকহিল ইসলামি ১৪/৩২০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم