প্রশ্ন
তেলাওয়াতে সেজদা আদায়ের সময় তাকবির বলা কি ফরজ? না বললে কি সেজদা আদায় হবে না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তেলাওয়াতে সেজদার আদায়ের সময় আল্লাহু আকবার বলা ফরজ নয়। বরং সুন্নাত।
তাই তেলাওয়াতে সেজদা আদায় করার সময় আল্লাহু আকবার না বললেও সেজদায় কোনো সমস্যা হবে না। বরং সেজদা আদায় হয়ে যাবে।
আবদুল্লাহ ইবনে মুসলিম বলেন,
‘আমার বাবা যখন সেজদার আয়াত তেলাওয়াত করতেন তখন আল্লাহু আকবার বলে সেজদায় যেতেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪২১০]
মুসান্নাফে ইবনে আবি শাইবা ৩/৩৮৩ হাদিস: ৪২০৮; আলবাহরুর রায়েক ২/১২৬; হাশিয়াতুত্তাহতাবী আলালমারারকী ২৬০; আদ্দুররুল মুখতার ২/১০৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم