প্রশ্ন
কোনো মহিলার যদি চল্লিশ দিন পূর্বে নেফাস (সন্তান প্রসবের পর যে স্রাব দেখা যায়)বন্ধ হয়ে যায় তাহলে সে কি নামাজ-রোযা করতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নিফাসের সর্বনিম্ন কোনো সময় নেই।
তাই কোনো মহিলার যদি চল্লিশ দিন পূর্বে নেফাস বন্ধ হয়ে যায় তাহলে তার জন্য গোসল করে পবিত্র হয়ে নামাজ-রোযা করা জরুরি।
তিরমিযি (রহ.) বলেন,
‘নবী (স.) সাহাবিগণ,তাবেয়িগণ এবং তাঁদের পরবর্তী আলেমগণ এ মর্মে একমত হয়েছেন যে, নিফাসগ্রস্ত নারী চল্লিশ দিন পর্যন্ত নামায পড়বেন না; তবে চল্লিশ দিনের আগেই যদি পবিত্রতা দেখেন তাহলে তিনি গোসল করে নামায পড়া শুরু করবেন।’ [আল-মাজমু (২/৫৪১)]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم