প্রশ্ন
কেউ যদি রমজানে ইতিকাফ করে আর ইতিকাফ অবস্থায় তার কোন আত্মীয় অসুস্থ হয় তাহলে কি সে তাকে দেখতে যেতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
না, ইতিকাফ অবস্থায় রোগী দেখতে গেলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। বিশিষ্ট তাবেয়ি ইবনে জুরাইজ এবং সাঈদ ইবনে মুসায়্যিব (রহ.) বলেন-
الْمُعْتَكِفُ لاَ يَشْهَدُ جِنَازَةً ، وَلاَ يَعُودُ مَرِيضًا.
‘ইতিকাফকারী জানাজায় উপস্থিত হবে না এবং রোগী দেখতে যাবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৯৭৩৬]
সারাখসী ১/১১৮; বাদায়েউস সানায়ে ২/২৮৩; ফাতাওয়া খানিয়া ১/২২২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم