প্রশ্ন
যিলহজ্ব মাসের জন্য নির্দিষ্ট কোন রোজা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
যিলহজ্ব মাসের নির্দিষ্ট কোন রোজা নেই। তবে যিলহজ্ব মাস তো আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত সেহেতু এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) একজন সাহাবীকে লক্ষ্য করে বলেছেন-
صم أشهر الحرم
‘তুমি আশহুরে হুরুমে রোজা রাখ।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৪১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم