প্রশ্ন
এক ব্যক্তি তার ছোট এবং তুলনামূলক অসচ্ছল ছেলের জন্য মৃত্যুর পূর্বে স্ত্রীকে সামনে রেখে একটি জমিন অসিয়ত করে গেছে। তখন বড় ছেলে সামনে উপস্থিত ছিল না। পরবর্তীতে বড় ছেলে শুনে বলল,আমার ছোট ভাই হিসেবে আমি তাকে সার্বিকভাবে সহযোগিতা করব। তবে বাপ-দাদার সম্পত্তি তাকে এককভাবে দিতে পারব না। এখন প্রশ্ন হল,এ অসিয়ত পূর্ণ করতে হবে কি না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওয়ারিশদের জন্য অসিয়ত করলে তা কার্যকর হয় না। সুতরাং উক্ত অসিয়ত পূর্ণ করা জরুরি নয়।
পক্ষান্তরে সকল ওয়ারিস স্বেচ্ছায় নিজেদের অংশ থেকে মৃতের ছোট ছেলেকে যদি অতিরিক্ত কিছু দিতে চায় তাহলে এর অবকাশ আছে।
সহীহ বুখারী ১/৩৮৩; সুনানে নাসাঈ ২/১১৩; বাদায়েউস সানায়ে ৬/৪২৪; তাবয়ীনুল হাকায়েক ৬/১৮২; তাকমিলা ফাতহুল কাদীর ৯/৩৪৬; আদ্দুররুল মুখতার ৬/৬৪৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم