প্রশ্ন
আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জেনেছি, শুক্রবারে দরূদ পাঠের অনেক ফজিলত রয়েছে। এখন আমার জানার বিষয় হল, উক্ত ফজিলত লাভ করতে হলে কতবার দরূদ পাঠ করতে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শুক্রবার বেশি বেশি দরূদ পাঠ করলে কিয়ামতের দিন রাসূল (সা.)-এর শাফায়াত লাভ সহজ হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
أكثروا من الصلاة علي في يوم الجمعة وليلة الجمعة، فمن فعل ذلك كنت له شهيداً وشافعاً يوم القيامة
‘জুমআর দিনে ও রাতে তোমরা আমার প্রতি বেশি বেশি দরূদ পাঠ কর। যে ব্যক্তি এটি করবে কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হব।’ [কানযুল উম্মাল, হাদিস: ২১৪২]
হাদিসে বেশি বশি দরূদ পাঠ করতে বলা হয়েছে। কিন্তু কোনো সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। কাজেই নির্দিষ্ট সংখ্যায় না পড়ে উক্ত ফজিলত লাভের জন্য শুক্রবার বেশি বেশি দরূদ পাঠ করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم