প্রশ্ন
নামাজে সিজদারত অবস্থায় হাতের আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা রাখতে হয় না মিলিয়ে রাখতে হয়? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফাঁকা ফাঁকা নয়, বরং নামাযে সিজদারত অবস্থায় উভয় হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে রাখতে হয়।
হাদিস শরিফে এসেছে,
হযরত ওয়ায়েল বিন হুজর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
كَانَ إِذَا سَجَدَ ضَمّ أَصَابِعَهُ
‘রাসূল (সা.) যখন সিজদা করতেন তখন আঙ্গুলসমূহ মিলিয়ে রাখতেন।’ [সহিহ ইবনে খুযায়মা, হাদিস: ৬৪২]
হালবাতুল মুজাল্লী ২/১৬৪; আলবাহরুর রায়েক ১/৩২১; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৪; মারাকিল ফালাহ পৃ. ১৫৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم