প্রশ্ন
মসজিদে জামাতে নামাজরত অবস্থায় মাঝে মাঝে অনেকের অযু ছুটে যায়। এক্ষেত্রে একজন মুসল্লির করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুসল্লি যদি জামাতের পিছনের কাতারে থাকে কিংবা এমন কোনো অবস্থানে থাকে যেখান থেকে সহজেই বের হওয়া যায়, তাহলে অযু ছুটে গেলে তৎক্ষণাৎ মসজিদ থেকে বের হয়ে যাবে। এরপর অযু করে পূনরায় নামাজে শরিক হবে।
পক্ষান্তরে মুসল্লি যদি এমন অবস্থায় থাকে যেখান থেকে বের হওয়া খুব কঠিন বা অসম্ভব, তাহলে নামাজ শেষ হওয়া পর্যন্ত ইমামের অনুসরণ না করে কাতারে বসে থাকবে। নামাজ শেষ হলে অযু করে পুনরায় নামাজ আদায় করবে।
হাদিস শরিফে এসেছে,
সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
‘তোমাদের মধ্যে কারো যদি নামাযে অযু ছুটে যায় তাহলে সে যেন বের হয়ে অযু করে আসে।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ৫৯৫৪]
আমর ইবনুল হারেস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
‘নামাযরত ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হলে কী করণীয় এ সম্পর্কে উমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, সে অযুর জন্য বের হয়ে যাবে এবং অযু করে আসবে।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ৫৯৫০]
আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর নাক থেকে নামায অবস্থায় রক্ত বের হলে তিনি ফিরে গিয়ে অযু করে আসতেন। [মুআত্তা মালেক, হাদিস : ৫০]
ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন,
‘নামায অবস্থায় যে ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হবে অথবা অযু ছুটে যাবে সে (মসজিদ থেকে) বের হয়ে যাবে এবং অযু করে আসবে।’ [কিতাবুল আছার ১/১৬২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم