প্রশ্ন
একজন শিক্ষক কি তার ছাত্রদেরকে গালি দিতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাউকে গালি দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। ইসলাম ধর্মমতে কাউকে গালি দেওয়া সম্পূর্ণরূপে হারাম। গালি দেওয়া কোনো সভ্য মানুষের কাজ নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا
‘যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে।’[সূরা আহযাব, আয়াত: ৫৮]
হাদিস শরিফে এসেছে,
قال رسول الله صلى الله عليه وسلم:سباب المسلم فسوق
‘রাসূল (সা.) বলেন, মুসলিমকে গালি দেওয়া ফাসেকি।’ [সহিহ বুখারি, হাদিস: ৬০৪৫]
যে শিক্ষক তার ছাত্রদের গালি দেওয়ায় অভ্যস্থ সে শিক্ষক হওয়ারই উপযুক্ত নয়। এমন শিক্ষককে সতর্ক করতে হবে, যেন সে নিজেকে সংশোধন করে নেয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم