প্রশ্ন
পুরুষের ন্যায় মহিলারাও কি তাওয়াফের সময় রমল ও ইজতেবা করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, মহিলারা তাওয়াফে রমল ও ইজতেবা করবে না।
তাওয়াফে রমল ও ইজতেবা করা শুধু পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য নয়।
হাদিস শরিফে এসেছে,
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন,
“মহিলাদের জন্য ‘রমল’ করার বিধান নেই”। [মুসান্নাফে ইবনে আবি শায়বা,হাদিস: ১৩১১১]
উল্লেখ্য যে, রমল হচ্ছে তাওয়াফের প্রথম ৩ চক্কর বীরদর্পে কাঁধ দুলিয়ে কিছুটা দ্রুত বেগে চলা।
আর ইজতেবা হলো পুরো তাওয়াফের সময় পরিধেয় চাদর ডান বগলের নীচে দিয়ে বের করে বাম কাঁধের উপর রাখা।
মানাসিক ১২৯; আদ্দুররুল মুখতার ২/৪৯৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২২৫, মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস : ১৩১১০; আলমুগনী ইবনে কুদামা ৫/২৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم