প্রশ্ন
সকল পুরুষের জন্য কি বিবাহে মোহরে ফাতেমি দেয়া সুন্নত? বিস্তারিত জানালে উপকৃত হতাম
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, সকলের জন্য নয়। শুধুমাত্র যে ব্যক্তির মোহরে ফাতেমি পরিমাণ মোহর দেয়ার সামার্থ্য রয়েছে তার জন্য মোহরে ফাতেমি পরিশোধ করা সুন্নত। যাদের মোহরে ফাতেমি দেয়ার সক্ষমতা নেই তারা তাদের নিজ সামর্থ্য অনুযায়ী মোহর পরিশোধ করবে।
হাদিস শরিফে এসেছে,
নবী (স.) বলেছেন: “সর্বোত্তম মোহরানা হচ্ছে- সহজসাধ্য মোহরানা”। [বাইহাকি, হাদিস: ১৪৭২১]
অন্য আরেক রেওয়ায়াতে এসেছে,
“সর্বোত্তম বিবাহ হচ্ছে- সহজসাধ্য মোহরানা”। [আবু দাউদ, হাদিস: ২১১৭]
আউনুল মাবুদ গ্রন্থে বলা হয়েছে-
এ হাদিসের উদ্দেশ হচ্ছে, মোহরানা ও অন্যান্য খরচ কমানো, যাতে করে পুরুষের জন্য সহজসাধ্য হয়।
আল্লামা শাইখ আল-আযিযি বলেন:
“এ হাদিসের উদ্দেশ হচ্ছে, মোহরানার পরিমাণ কম হওয়া কিংবা এমন হওয়া যাতে করে পাত্রের জন্য প্রস্তাব গ্রহণ করা সহজ হয়”
হাদিস শরিফে আরো এসেছে,
আয়েশা (রা.)হতে বর্ণিত, রাসূল (সা.) বলেন:
“কনের বরকতের আলামত হচ্ছে, বিয়ের প্রস্তাবনা সহজ হওয়া, মোহরানা সহজসাধ্য হওয়া এবং গর্ভ ধারণ সহজ হওয়া।” [সহিহুল জামে ২২৩৫, মুসনাদে আহমাদ ২৩৯৫৭]
ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন:
“সাবধান, তোমরা নারীদের মোহরানা নিয়ে বাড়াবাড়ি করবে না। যদি মোহরানা নিয়ে বাড়াবাড়ি করা দুনিয়াতে সম্মানের বিষয় হত কিংবা আল্লাহর কাছে তাকওয়া হত তাহলে তোমাদের নবী তা করতেন। [সুনানে তিরমিযি, হাদিস: ১১১৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم