প্রশ্ন
আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে অবগত হয়েছি যে, মানুষকে যেখানে দাফন করা হয় সেখানের মাটি দিয়েই তাকে সৃষ্টি করা হয়েছে। আমার প্রশ্ন হল, অনেক সময় দেখা যায়, যারা সমুদ্রে মারা যায় তাদেরকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। তাহলে তাদেরকে কোনো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মানুষকে যেখানে দাফন করা হয় সেখানের মাটি দিয়েই তাকে সৃষ্টি করা হয়েছে। হাদিস শরিফে এমনটিই বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে,
عن ابن عمر؛ أنَّ حَبَشيًّا دُفِنَ بالمدينة، فقال رسولُ الله صلى الله عليه وسلم: دُفِنَ بِالطِّينَةِ الَّتِي خُلِقَ مِنْهَا
‘ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক হাবশীকে মদীনায় দাফন করা হলে রাসূল (সা.) বললেন, তাকে ঐ জমিনেই দাফন করা হয়েছে যেখানের মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে।’ [আল মুজামুল কাবীর, তাবরানী, হাদিস: ১৪০২২]
উক্ত হাদিস থেকে বুঝা যাদেরকে মৃত্যুর পর সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় তাদেরকে সমুদ্রের তলদেশের মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। একারণে তারা সেখানেই সমাহিত হয়েছে।
শুআবুল ঈমান, হাদিস: ৯৪২৫; মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ৬৫৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم