প্রশ্ন
আমার স্বামী কপালে টিপ পরাকে পছন্দ করেন। জানতে চাচ্ছি, তাকে খুশি করার জন্য আমি কপালে টিপ পরতে পারব কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কপালে টিপ পরা হিন্দুয়ানি রীতি। আর বিধর্মীদের রীতি নীতি মানা কোনো মুসলমানের জন্য বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
‘যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১]
আর শরিয়ত বিরোধী কোনো কাজে কারো কথা মান্য করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لا طاعة لمخلوق في معصية الله عز و جل
‘আল্লাহ তাআলার নাফরমানী করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১০৯৫]
সুতরাং আপনার জন্য আপনার স্বামীর সন্তুষ্টির উদ্দেশ্যে টিপ পরা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم