প্রশ্ন
আমাদের এলাকায় তারাবির নামাজের পড় হাফেজ সাহেব اللهم انا نسئلك الجنة ونعوذبك من النار….. দোয়াটি পড়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত দোয়াটি পড়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিভিন্ন এলাকায় তারাবির পর উল্লেখিত দোয়াটি পাঠ করার প্রচলন থাকলেও বিষয়টি কুরআন হাদিস দ্বারা সমর্থিত নয়। তাই এই দোয়া পাঠ করা যাবে কিন্তু পাঠ করাকে জরুরি মনে করা যাবে না।
বরং কুরআন হাদিসে বর্ণিত যেকোনো দোয়া তারাবির পরে পাঠ করা যাবে। শরিয়তে এ ব্যাপারে কোনো বিধি নিষেধ আরোপ করা হয়নি।
আহকামুল কুরআন, জাসসাস ৩/৬৩৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم