প্রশ্ন
সাহাবায়ে কেরাম কেমন টুপি পরতেন? আমাদের কেমন টুপি পরা উচিৎ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সাহাবায়ে কেরাম বিভিন্ন রকমের টুপি পরিধান করতেন। হযরত আবু হাইয়ান (রহ.) বলেন,
كانت قلنسوة علي لطيفة.
হযরত আলী (রা.) এর টুপি ছিলো পাতলা।
হযরত সায়ীদ ইবনে আবদুল্লাহ (রহ.) বলেন,
رأيت أنس بن مالك، وعليه قلنسوة بيضاء مزرورة.
আমি আনাস (রা.) এর মাথায় বোতাম লাগানো সাদা টুপি দেখেছি।
তাই টুপির নির্দিষ্ট কোন ধরন নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। বরং পোশাকের মূলনীতি ঠিক রেখে যে কোন ধরনের টুপি পরার অবকাশ আছে।
আখলাকুন নবুওয়াহ, হাদিস: ২৯৯, তবাকাতে ইবনে সাদ ৩/৩০, মুসান্নাফে আবদুর রাযযাক ১/১৯০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم