প্রশ্ন
আমি একটি বিষয় জানতে চাচ্ছি। সেটি হল যে, পুরুষের জন্য রেশমী পোশাক পরা জায়েয আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, পুরুষের জন্য রেশমের পোশাক পরা জায়েয নেই।
عن عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: لاَ تَلْبَسُوا الْحَرِيرَ، فَإِنَّهُ مَنْ لَبِسَهُ فِى الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِى الآخِرَةِ .
ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন,
‘তোমরা রেশমের কাপড় পরিধান করো না। যে ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড় পরিধান করবে সে আখেরাতে তা থেকে বঞ্ছিত হবে।’ [সহিহ মুসলিম, হাদিস: ২০৬৯]
অপর এক হাদিসে বর্ণিত হয়েছে-
عن أبي موسى الأشعَرِيّ أنّ رسولَ الله صلى الله عليه وسلم قال: “حُرّمَ لِبَاسُ الْحَرِيرِ والذّهَب على ذُكُورِ أُمّتِي وأُحِلّ لإنَاثِهمْ”.قال الترمذي: حديث أبي موسى حديث حسنٌ صحيحٌ.
হযরত আবু মুসা আ‘শআরী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন,
‘আমার উম্মতের পুরুষদের জন্য রেশমের পোশাক এবং স্বর্ণ হারাম করা হয়েছে। তবে নারীদের জন্য তা হালাল করা হয়েছে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৭২০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم