প্রশ্ন
আগুন কি শান্তির প্রতীক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আগুন কখনো শান্তির প্রতীক হতে পারে না। আগুনকে শান্তির প্রতীক মনে করা একটি কুফরী আকীদা। বরং আগুন হল জাহান্নামের প্রতীক। জাহান্নামে আগুন দ্বারা বিভিন্ন ধরণের শাস্তি প্রদান করা হবে। তাছাড়া অগ্নিপূজকরা আগুনের পূজা করে থাকে এবং একে শান্তির প্রতীক বলে মনে করে। হাদিস শরিফে এসেছে,
عَنْ أنَسٍ قَالَ: كانَت الصَّلَاةُ إِذَا حَضَرَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ – صلى الله عليه وسلم – سَعَى رَجُلٌ فِى الطَّرِيقِ فَنَادَى: الصَّلَاةَ الصَّلَاةَ، فَاشْتَدَّ ذَلِكَ عَلَى النَّاسِ فَقَالُوا: لَوْ اتَّخَذْنَا نَاقُوسًا؟ فَقَالَ رَسُولُ الله – صلى الله عليه وسلم – ذَلِكَ لِلنَّصَارَى، فَقَالُوا: لَوْ اتَّخَذْنَا بُوقًا؟ فَقَالَ رَسُولُ الله – صلى الله عليه وسلم – ذَلِكَ لليَهُودِ، فَقَالُوا: لَوْ رَفَعْنَا نَارًا؟ فَقَالَ رَسُولُ اللهِ – صلى الله عليه وسلم – ذَلِكَ لِلمجُوسِ
‘আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.)-এর যুগে যখন নামাজের সময় হত তখন এক ব্যক্তি রাস্তায় ঘুরে ঘুরে আওয়াজ দিত যে, নামাজের সময় হয়েছে। নামাজের সময় হয়েছে। মানুষের কাছে বিষয়টি কঠিন মনে হল। তারা বলল, আমরা নাকূস বাজাতে পারি। রাসূল (সা.) বললেন, তা নাসারাদের জন্য। তখন লোকেরা বলল, আমরা হর্ন দিতে পারি। রাসূল (সা.) বললেন, তা ইহুদিদের জন। তখন লোকেরা বলল, আমরা আগুন জ্বালাতে পারি। রাসূল (সা.) বললেন, তা অগ্নিপূজকদের জন্য।’ [আল জামিউল কাবীর হাদিস: ৮৫/১২৬]
সুতরাং আগুনকে শান্তির প্রতীক মনে করা কোনোক্রমেই বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم