প্রশ্ন
হাদিস সহিহ হলেই কি তার উপর আমল করা আবশ্যক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস সহিহ হলেই তার উপর আমল করতে হবে বিষয়টি এমন নয়। বরং হাদিস সহিহ হওয়ার পর আমলযোগ্য হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। নিম্নে তা দেওয়া হল:
১. উক্ত হাদিসের বিধানটি বিশেষভাবে রাসূল (সা.)-এর জন্য না হতে হবে।
২. হাদিসটি রহিত না হতে হবে।
৩. হাদিসটি কুরআন বা অন্য কোন হাদিসের বিপরীত না হতে হবে।
তাবাকাতে ইবনে সাআদ ১/২৮২; আল ফাকীহ ওয়াল মুতাফাক্কীহ ১/১৩২; আদাবুল মুফতী ওয়াল মুসতাফতী ১/১১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم