প্রশ্ন
শুক্রবার দরূদ পাঠ করার বিশেষ কোনো ফজিলত আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শুক্রবার বেশি বেশি দরূদ পাঠ করলে কিয়ামতের দিন রাসূল (সা.)-এর শাফায়াত লাভ সহজ হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
أكثروا من الصلاة علي في يوم الجمعة وليلة الجمعة، فمن فعل ذلك كنت له شهيداً وشافعاً يوم القيامة
‘জুমআর দিনে ও রাতে তোমরা আমার প্রতি বেশি বেশি দরূদ পাঠ কর। যে ব্যক্তি এটি করবে কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হব।’ [কানযুল উম্মাল, হাদিস: ২১৪২]
সুতরাং আমাদের বেশি বেশি শুক্রবার রাসূল (সা.)-এর প্রতি দরূদ পাঠ করা উচিৎ।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم