প্রশ্ন
আমি আমার শ্বশুরের সামনে ওড়না ছাড়া যেতে পারব কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শ্বশুর মাহরাম পুরুষদের অন্তর্ভুক্ত। আর নারীরা মাহরাম পুরুষের সামনে ওড়না ছাড়া যেতে পারে। তবে ফেতনার আশংকা থাকলে ওড়না ছাড়া যেতে পারবে না। হাদিস শরিফে এসেছে,
হাসান বসরী (রহ.) বলেন:
‘নিজ ভাইয়ের সামনেও নারীর ওড়না ছাড়া থাকা উচিৎ নয়।’
আতা ইবনে আবি রাবাহ (রহ.) বলেন:
‘মাহরাম পুরুষের সামনে মেয়েদের মাথা ঢেকে রাখাই আমার কাছে অধিক পছন্দনীয়। অবশ্য মাহরাম তা দেখে ফেললে গুনাহ হবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা ৯/৩৭৩]
সুতরাং ফেতনার আশংকা না থাকলে আপনি আপনার শ্বশুরের সামনে ওড়না ছাড়া যেতে পারবেন।
সূরা আহযাব, আয়াত: ৫৯; মুসান্নাফে ইবনে আবি শাইবা ৯/৩৭৩; কিতাবুল আসল ৩/৪৮; বাদায়েউস সানায়ে ৪/২৯১; ফাতওয়ায়ে হিন্দিয়া ৫/৩২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم